নিজস্ব প্রতিবেদন ঃ শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে শিলিগুড়ি শহর লাগোয়া রাজগঞ্জের বন্ধু নগরে অরোগাঁও ডিভাইন লাইফ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।সেই কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার বন্ধু নগরের পাথরঘাটায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় আটটি ক্লাব তাতে অংশ নেয়। এদিন ফুটবল খেলার শুরুতে ডিভাইন লাইফ ফাউন্ডেশনের তরফে ললিত গোয়েল, দিলীপ আগরওয়ালা, তাপস দত্ত
চন্দ্রকান্ত মহতা,ভিকি গারোদিয়া,প্রাঞ্জল মোর,দুধ কুমার দাস,সম্পদ রায় প্রমুখ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। দেশের স্বাধীনতা আন্দোলনে শ্রীঅরবিন্দের অবদান এবং যোগের মাধ্যমে শান্তি প্রসঙ্গে তাঁরা আলোচনা করেন।অনুষ্ঠান শুরুর আগে শ্রীমায়ের পতাকা উত্তোলন করেন অরোগাঁও প্রজেক্ট চেয়ারম্যান দিলীপ আগরওয়ালা। সেখানে উপস্থিত ছিলেন মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এর প্রধান মৃগেন রায়,উপপ্রধান হেমন্ত রায় প্রমুখ। এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উইনার্স কোচিং সেন্টার আর রানার্স নৃপেন নাইন স্টার।