নিজস্ব প্রতিবেদন ঃ শীতল পানীয় জল সেবা কেন্দ্রের উদবোধন হলো জলপাইগুড়িতে।বৃহস্পতিবার জলপাইগুড়ি মাড়োয়ারি যুব মঞ্চ শহরের মাড়োয়ারি বিদ্যালয়ের সামনে একটি শীতল পানীয় জল সেবা কেন্দ্রের উদবোধন করে।
আশিস মালাকার এসম্পর্কে বলেন,বৃহস্পতিবার শ্রাবন মাসের প্রথম দিন, শীতল জল সেবা কেন্দ্রের পাশাপাশি বিশেষ প্রসাদ বিতরণও করা হয়।