ব্যতিক্রমী সামাজিক কাজ, বৌভাত অনুষ্ঠানে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদন ঃ  বিবাহ অনুষ্ঠানে মানবিক কাজ। সোমবার রাতে শিলিগুড়ি দুই মাইল চেকপোস্ট এলাকার একটি হোটেলে ভারতীয় সেনা বাহিনীর ক্যাপ্টেন ডাঃ পুস্পল চক্রবর্তী এবং নববধূ ময়না চক্রবর্তীর বৌ ভাত অনুষ্ঠান ছিলো। সেই অনুষ্ঠানে গরিব দুঃখী মহিলাদের মধ্যে শাড়ি বিতরনের এক অন্যরকম কর্মসূচি গ্রহণ করা হয়। ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের হাতে গাড়িগুলো তুলে দেন নববধূ ময়না চক্রবর্তী এবং পুস্পল চক্রবর্তীর মা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী। বিয়ের বৌভাত অনুষ্ঠানে এরকম বস্ত্র দানের কর্মসূচি সম্পর্কে অনেকেই তারিফ করেছেন। এর আগেও অদিতিদেবী এরকম মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করেছেন। প্রসঙ্গত শিলিগুড়ির অবসরপ্রাপ্ত প্রয়াত পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তীর স্ত্রী হলেন অদিতি পি চক্রবর্তী। প্রভাত চক্রবর্তীও বেঁচে থাকার সময় এরকম সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যাচ্ছিলেন নিঃশব্দে।