![IMG_20220708_094809](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220708_094809-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ১৬ বছরের কিশোর আকাশ দে বাঁচতে চায়। ওর বাবা মা নেই। অনেকদিন আগেই মারা গিয়েছে।কিন্তু বর্তমানে এক ভয়ানক দুঃসহ পরিস্থিতির মধ্যে দিন কাটছে আকাশের। টানা প্রায় দেড় বছর ধরে পেটের মাধ্যমে মল বের হচ্ছে আকাশের।স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে মল বের হচ্ছে না আকাশের।আর মল পেট দিয়ে বের হচ্ছে বলে ভয়ে টানা ছমাস ধরে শক্ত খাবার গ্রহণ বন্ধ করে দিয়েছে আকাশ।দুধ জল বা তরল খাবার খেয়েই ছয় মাস ধরে বেঁচে আছে আকাশ। কিন্তু দিনকে দিন ও দুর্বল থেকে দুর্বলতর হয়ে মৃত্যুর দিকে এগোচ্ছে। কিন্তু কেন এই পরিস্থিতি, আসলে দেড় বছর আগে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আকাশের শরীরে এপেন্ডিসাইটিস অপারেশন হয়।সেই সময়ই মল নির্গত হওয়ার জন্য ওর পেটের মাধ্যমে বন্দোবস্ত করে দেন চিকিৎসকরা।সেই সময় তাঁকে জানানো হয়, কিছুদিন পর আবার অপারেশন করে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে শরীরে পেছনের অংশ দিয়ে মল নিষ্কাশনের ব্যবস্থা হবে। কিন্তু কে আকাশকে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেবে এই অপারেশনের জন্য? বর্তমানে শিলিগুড়ি ঘোঘোমালিতে মামার বাড়িতে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে আকাশ।ওর প্রকৃত বাড়ি হলদিবাড়িতে।কিন্তু বাবা মা এর মৃত্যুর পর আকাশ চলে আসে শিলিগুড়ি। এখন ও বাঁচতে চায়। বাঁচার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছে আকাশ। চয়নপাড়ার সমাজসেবী টোটোন সাহা প্রাথমিকভাবে মানবিক কারনে আকাশকে প্রতিদিন বিনা পয়সায় দুধের প্যাকেট দিয়ে সহযোগিতা করেছেন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)