![IMG_20220708_103753](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220708_103753-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ উল্টো রথযাত্রা এবং ইদুজ্জোহা উৎসব একদিনের ব্যবধানে। চলতি সপ্তাহেই এই উৎসব। মালদা জেলায় সম্প্রীতির ঐক্য বজায় রাখতেই বিভিন্ন বিধায়ককে নিয়ে শান্তি বৈঠক করলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ সহপ্রশাসনের কর্তারা ।
জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন , বিভিন্ন এলাকার বিধায়ক, ইমাম সহ বিশিষ্টজনদের নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়েছে। চলতি সপ্তাহের ৯ জুলাই উল্টো রথযাত্রা পালিত হবে এবং ১০ জুলাই রয়েছে ইদুজ্জোহা উৎসব। সমস্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি বিশেষ আলোচনা করা হয়েছে এদিন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)