প্রতিদিনই সেখানে জগন্নাথ দেবের পুজো হয়

নিজস্ব প্রতিবেদন ঃ শুধু রথযাত্রা নয়, সারা বছর ধরেই জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার পুজো হয় শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে। তাছাড়া প্রতি পূর্নিমাতে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার প্রতি ভোগ নিবেদন করা হয়। তবে রথযাত্রা উৎসবের সময় এই আয়োজন আরও অন্যমাত্রা পায়।শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির পরিচালনায় রথযাত্রা উৎসব পর্ব শুরু হয়েছে। এখন সমিতির কার্যালয়ে তৈরি জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিষ্ঠা সহকারে জগন্নাথ দেবের পুজো এবং ভোগ নিবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল ওরফে নিমাই। নিয়মিত তাঁরা প্রসাদও বিলি করছেন বলে নির্মলবাবু জানিয়েছেন।