সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়

নিজস্ব প্রতিবেদন ঃ প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে কোচবিহারের লেখক পার্থসারথি রায়ের লেখা বইয়ের প্রকাশ হল কলকাতায়। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন ও কর্ম ভিত্তিক এই বইয়ের নাম ‘শিল্পীসত্তা সৌমিত্র চট্টোপাধ্যায়’। বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বাসভবনে
বইটির মোড়ক উন্মোচন করেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়।
উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের এক লেখকের হাত দিয়ে এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বিশাল বড় মাপের একজন অভিনেতার জীবন ও কর্ম মলাটবদ্ধ হল। কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কলকাতায় ছুটে গিয়ে এই কাজ করার সুযোগ পাওয়ার বিষয়টি আশ্চর্যের বলাটা মোটেও অত্যুক্তি হবে না। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার প্রত্যন্ত পেটলা গ্রামের সাংবাদিক, লেখক পার্থসারথি রায়। প্রিয় অভিনেতাকে নিয়ে এই বইটি লিখতে বেশ কয়েক বছর সময় লেগেছে তাঁর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন সহ তাঁর কবিতা, নাটক, সাহিত্য, আবৃত্তি, সঙ্গীত ইত্যাদি সমস্ত বিষয়ের প্রকাশ ঘটেছে এই বইয়ে। বইয়ের প্রকাশক কলকাতা ‘সোপান’। সৌমিত্রবাবুর কৈশোর থেকে জীবনের নানা পর্যায়ের একাধিক রঙিন ছবি সংযুক্ত হয়েছে বইটিতে।

সন্দীপ রায় জানান , সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে কোচবিহারের লেখক পার্থসারথি রায়ের এহেন কাজ প্রশংসার যোগ্য। এই বইয়ে বরেণ্য শিল্পী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নতুনভাবে খুঁজে পাওয়া যাবে।
লেখক পার্থসারথি রায় জানান, ২০১৭ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্মতিতে তিনি এই বই লেখার কাজ শুরু করেন। দীর্ঘ প্রতীক্ষার পর বইটির প্রকাশ ঘটে।
উল্লেখ্য, লেখকের ইতিপূর্বে প্রকাশিত বই ‘বাহাদুর শৈলেন’ ও ‘ঠিকানা আনিসুজ্জামান জীবন ও সাহিত্য’।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সৌমিত্র পুত্র সৌগত রায় ও কন্যা পৌলমী বসুর হাতে লেখক বই তুলে দেন। সৌমিত্র বাবুর পরিবারের পক্ষ থেকে লেখককে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। সৌগত চট্টোপাধ্যায় জানান, বাবাকে নিয়ে পার্থসারথি রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সর্বস্তরের পাঠক সমাজ বইটি পড়ুক, জানুক সে আশা তিনি ব্যক্ত করেছেন।