৪৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। শুক্রবার ৩০ ডিসেম্বর পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এই উৎসব। এদিন সকালে ওয়ার্ডের চম্পাসারি এলাকায় বের হয় এক বর্নাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তথা পুরসভার মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন। ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে এই ওয়ার্ডের উৎসব।ওয়ার্ড উৎসবকে সামনে রেখে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।