শিলিগুড়ি পুরসভার গুরুত্বপূর্ণ ১৭ নম্বর ওয়ার্ডে তৃনমূল প্রার্থী সমাজসেবী মিলি সিনহা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড। শহরের কেন্দ্র স্থলে অবস্থিত এই ওয়ার্ডের মধ্যেই পুরভবনের অবস্থান। এই ওয়ার্ডে শিলিগুড়ি কলেজ, গার্লস হাইস্কুল,বয়েজ হাইস্কুল, বাঘাযতীন পার্কের অবস্থান। রাজ্যের প্রাক্তন পর্যটন ও উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব দীর্ঘ দিন ধরে এই ওয়ার্ড থেকে পুরভোটে জয়ী হয়েছেন।ওয়ার্ডে ব্যাপক সবুজায়নও হয়েছে বিগত দিন।এরকম একটি ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত হওয়াতে এবার গৌতমবাবু সেই ওয়ার্ড থেকে পুরভোটে প্রার্থী হতে পারেননি।গৌতমবাবুর বাড়িও সতেরো নম্বর ওয়ার্ডে।কিন্তু তাঁকে এবার তেত্রিশ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে হয়েছে। ফলে সতেরো নম্বর ওয়ার্ডে তৃনমূলের প্রার্থী হয়েছেন জেলা তৃনমুলের সাধারণ সম্পাদিকা মিলি সিনহা। সমাজসেবী হিসাবেও মিলিদেবী বিভিন্ন মহলে একটি পরিচিত নাম। শিলিগুড়ি পুরসভাতেও ৩৯ বছর তিনি কাজ করেছেন। সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকতে ভালোবাসেন মিলিদেবী। মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির সভানেত্রীও তিনি।আবার শিলিগুড়ি পুর কর্মচারী সমিতির সভানেত্রীও তিনি।প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষিত হওয়ার পর মিলিদেবী বলেন,মানুষের সঙ্গে থেকেই তিনি কাজ করতে চান।শিলিগুড়ি শহরকে এগিয়ে নিয়ে যেতে এবার পুরভোটে সর্বত্র তৃনমুলকেই জয়ী করা দরকার বলে তিনি আবেদন জানিয়েছেন।