আলোর উৎসবে মানবিক ও সামাজিক কাজ করার আবেদন

নিজস্ব প্রতিবেদন ঃ এবারে দীপাবলি ও কালী পুজোয় বাজি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরিবেশের স্বার্থে হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। শিলিগুড়ির বিশিষ্ট পরিবেশ বিদ তথা স্বেচ্ছাসেবী সংস্থা অপটোপিকের কর্নধার দীপজ্যোতি চক্রবর্তীও হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে সর্বসাধারণের কাজে বাজি বন্ধে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। দীপজ্যোতিবাবু বলেছেন, আলোর উৎসব হোক অন্যরকমভাবে। বাজি থেকে যে অর্থ বাঁচবে তা দিয়ে কোনও দুঃস্থ ও মেধাবীকে পাঠ্যপুস্তক কিনে দিয়ে মনের আলো জ্বালানো যেতে পারে। বাজি থেকে যে অর্থ বাঁচবে তা দিয়ে কোনও দুঃস্থ মানুষকে কম্বল কিনে দেওয়া যেতে পারে, বাজি থেকে যে অর্থ বাঁচবে তা দিয়ে আরও এমন কিছু কাজ করা যেতে পারে যা হতে পারে মানবিক ও সামাজিক আলোর এক নতুন উৎসব