লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে। সেখানে ৩৪০ জন তাদের চোখ পরীক্ষা করান, এরমধ্যে ৪৭ জনকে লায়ন্স নেত্রালয় পাঠানো হয়েছে পরবর্তী চিকিৎসার জন্য। সেই অনুষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনও বিলি করা হয় ছাত্রীদের মধ্যে। স্যানিটারি ন্যাপকিন সম্পর্কেও অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধি করা হয়। লায়ন্স ক্লাব অব শিলিগুড়ির সম্পাদিকা লায়ন উদিতা আইচ জানিয়েছেন, সেই অনুষ্ঠানে তিনি ছাড়াও লায়ন্সের সভাপতি লায়ন সীমা সাহা, লায়ন দীপা চৌধুরী, লায়ন ইলা মজুমদার এবং লায়ন অর্পিতা দে সরকার উপস্থিত ছিলেন। মানুষের সেবা করার মনোভাব থেকেই লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির ওই বিশেষ মানবিক কর্মসূচি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–