বিপ্লব রায়মুহুরি (সাধারণ সম্পাদক,বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি) ঃ’শিলিগুড়ি পৌর কর্পোরেশন’-এর প্রশাসকমন্ডলীর মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় জেলা শাসকের নির্দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে প্রায় দেড় মাস ধরে শহরের ৫২টি মার্কেট/বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রাখা হয়েছে। সেই দিনগুলিতে পৌর কর্পোরেশনের পক্ষ থেকে মার্কেট/বাজারে স্যানিটাইজেশন করা হয়।
প্রশাসনের সঠিক উদ্যোগে বর্তমানে শিলিগুড়িতে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং বাংলার সবচেয়ে বড় উৎসব ‘দুর্গাপূজা’ আসন্ন। উপরন্তু করোনার কারণে দীর্ঘ দেড় বছর ধরে ব্যবসা-বাণিজ্য ভিষণভাবে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন। তাই আগামী উৎসবের মরশুমে ব্যবসায়ীরা যাতে এই ক্ষতি অনেকটা সামলে উঠতে পারেন সেদিকে লক্ষ্য রেখে ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’র পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে ‘সাপ্তাহিক বন্ধ’ প্রত্যাহার করবার অনুরোধ করে আবেদন করা হয়।
আবেদনে সাড়া দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহের প্রতিটা দিন দোকান-বাজার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার থেকে ব্যবসায়ী সমিতি/বাজার কমিটিগুলি শিলিগুড়ি পৌর এলাকার সমস্ত মার্কেট/বাজার সপ্তাহের প্রতিটা দিন খোলা রাখতে পারবেন। কোভিড বিধি মেনেই মার্কেট/বাজারগুলি খোলা থাকবে।