নিজস্ব প্রতিবেদন ঃ পিছিয়ে পড়া এলাকায় শিশুদের খাওয়ানো হলো মাংসভাত।নাতনির জন্মদিনে এই বিশেষ উদ্যোগটি নিলেন ঠাকুমা। ঠাকুমা শুভ্রা ঘোষ নাতনির জন্মদিন এভাবে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে
পালন কোরলেন এই কারনে যে ছোট থেকেই যাতে নাতনির মধ্যে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জন্ম হয়। শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্দ্যোগে ও শিলিগুড়ি হায়দারপাড়া নিবাসী শুভ্রা ঘোষের সহযোগিতায় ভালোবাসা মোড় এলাকাতে শনিবার ২১৬ জন শিশুকে মাংস ভাত খাওয়ানো হয়। সেই সব শিশুকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেকও কাটা হয়। শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক নবকুমার বসাক জানিয়েছেন, সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেলে আগামীদিনেও আরও অনগ্রসর এলাকাতে গিয়ে এই ধরনের সামাজিক ও মানবিক কাজ কাজ করা সম্ভব হবে ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —