শিলিগুড়ি হিলকার্ট রোডে গিয়ে কেনাকাটা করলে এবার বিশেষ কিছু ছাড় দেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি। আর সেই গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাস্তা হলো হিলকার্ট রোড। পরাধীন ভারতে এই হিলকার্ট রোড ধরেই চলতো টয়ট্রেন। বাংলার বহু মনিষী হিলকার্ট রোড ধরেই দার্জিলিং পাহাড়ে যেতেন। দার্জিলিং পাহাড়ে অসুস্থ অবস্থায় থাকা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেখবার জন্য একবার শিলিগুড়ি এসেছিলেন মহাত্মা গান্ধী। তিনি একরাত্রি হিলকার্ট রোডের ওপর প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শিওমঙ্গল সিংয়ের কাঠের বাড়িতে রাত কাটিয়েছিলেন।এভাবে ভেনাস মোড় বা হাসমি চক একসময় রোড স্টেশন মোড় হিসাবে পরিচিত ছিলো। সেখানে রোড স্টেশনও ছিলো।বহু ব্রিটিশ সাহেবের পা পড়েছে সেই রোড স্টেশনে। সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যমন্ডিত হিলকার্ট রোড ধরেই আজও বহু পর্যটক দার্জিলিং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে যান।সেই শিলিগুড়ি হিলকার্ট রোডে ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি হলেন সনৎ ভৌমিক। সমাজসেবী হিসাবে বেশ সুনাম রয়েছে সনৎবাবুর। রবিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় তৈরি হয় একুশ জনের কার্যকরী কমিটি।আর সর্বসম্মতিক্রমে সেখানে সভাপতি হয়েছেন সনৎবাবু। সম্পাদক হয়েছেন সুজিত শীল এবং কোষাধ্যক্ষ হয়েছেন কিরন পাতিল।নতুন সভাপতি হয়ে সনৎবাবু খবরের ঘন্টাকে জানিয়েছেন, অনলাইন এবং শপিং মলের জেরে তাদের কেনাকাটা বা ব্যবসায় কিছুটা ধাক্কা আসছে।সেক্ষেত্রে অনলাইন বা শপিং মলকে ধাক্কা দিতে তাঁরাও এবার কোমর বেঁধে নামছেন।কেনাকাটার ওপর নিয়ে আসা হচ্ছে বেশ কিছু ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশবিদেশের পর্যটক হিলকার্ট রোড দিয়ে যাতায়াত করেন। তাই হিলকার্ট রোডে সবুজায়ন এবং দূষন নিয়ন্ত্রণেও তাঁরা কিছু কর্মসূচি গ্রহণ করছেন।এছাড়াও হিলকার্ট রোড সৌন্দর্যায়নের জন্যও তাঁরা প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন রাখছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —