নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সংস্থা আর্য সমিতির ৭৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার থেকে আর্য সমিতি চত্বরে এক ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারাম( ২৯ ইঞ্চি) অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ক্যারামের এই প্ল্যাটিনাম কাপ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে সন্ধ্যে এবং রবিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার চূড়ান্ত পর্বের খেলার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এই প্রতিযোগিতায় সাব জুনিয়র সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে সৃজিত সাহা, জুনিয়র সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে অনিরুদ্ধ লাহিড়ী, ওপেন সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছে দুর্জয় ঘোষ। উদীয়মান খেলোয়ড় হিসেবে চিহ্নিত হয়েছে কোয়েল সাহা। সকলকেই রবিবার বিকেলে পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করা হয়। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারাম অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা মদন ভট্টাচার্য, সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সম্পাদক সঞ্জীব ঘোষ এবং আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার। এই ক্যারাম প্রতিযোগিতা ঘিরে বেশ উৎসাহের পরিবেশ তৈরি হয় আর্য সমিতি চত্বরে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আর্য সমিতি সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী দিনে আরো অনুষ্ঠান হবে বলে আর্য সমিতির সম্পাদক তথা সমাজসেবী ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী রানা দে সরকার জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-