নিজস্ব প্রতিবেদন ঃ ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে এই প্রথম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ক্যান্সার বর্হিবিভাগ ও প্যালিয়েটিভ কেয়ার ক্লিনিক চালু হল।
ফিতে কেটে শনিবার বর্হিবিভাগের উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্তারা। এখন থেকে সপ্তাহে সোম ও শুক্রবার ক্যান্সার আক্রান্ত রোগীরা ক্যানসার সংক্রান্ত যাবতীয় চিকিৎসা পরিষেবা নিতে পারবেন এই বর্হিবিভাগ থেকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক সহ স্বাস্থ্য আধিকারিকরা।