নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ছিল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। এই উপলক্ষে মালবাজার ব্লকে পথনাটিকা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। এদিন বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের গান্ধী ক্লাব কক্ষে একটি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী ও জলপাইগুড়ি চাইল্ড লাইনের সদস্যরা। এছাড়াও সিনির মালবাজার ব্লকের ১০০টি ভিলেজ প্রজেক্টের এর ব্লক কো-অর্ডিনেটর খোরশেদ আলম এবং সিনির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর বাইরে এদিন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত ভবন এর সামনে মানব পাচার বিরোধী এক পথনাটিকাও প্রদর্শন করা হয় | তার বাইরে রাঙ্গামাটি গ্রাম
পঞ্চায়েতের অন্তর্গত মাল নদী চা বাগানে এসএসবি র সাথে যৌথভাবে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কিশোরীদের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যবিধি কিট বিতরণ করা হয় | সিনির মালবাজার ব্লক কো-অর্ডিনেটর খোরশেদ আলম জানান যে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি একমাত্র মানব পাচার রুখতে পারে | আগামী দিনেও সিনির পক্ষ থেকে এরকম আরও কর্মসূচি গ্রহণ করা হবে |