নিজস্বসংবাদদাতা,৩১জুলাই,শিলিগুড়িঃঅবশেষে পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৫০ হাজার টাকা ফিরে পেলেন এক ব্যক্তি। টাকা খোয়া যাওয়া ব্যক্তির নাম বিনোদ মুন্দ্রা, শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। শুক্রবার দুপুরে ওই ব্যক্তির ৫০ হাজার টাকা খোয়া গিয়েছিল শিলিগুড়ির এসএফ রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে।
স্কুটি থেকে ব্যাগ বের করার সময় অসাবধানতাবশত সেই টাকার বান্ডিলটি রাস্তায় পড়ে যায়, সেই টাকা এক পুলিশ আধিকারিক ব্যাংকের সামনের ওই রাস্তায় কুড়িয়ে পান। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সঠিক ব্যক্তির খোঁজ শুরু হয় বিভিন্ন উপায়ে । অবশেষে সিসি ফুটেজ থেকে সেই ব্যক্তির স্কুটি এবং তার ফোন নাম্বার বের করে তাকে থানায় ডেকে পাঠানো হয়। এরপর সেই খোয়া যাওয়া ৫০ হাজার টাকা সেই ব্যক্তির হাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়া হয়। টাকা খোয়া যাওয়া ব্যক্তি বিনোদ মুন্দ্রা পুলিশের এই সততায় আপ্লুত এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।