নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ করোনায় আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করলো জলপাইগুড়ি শহরে। শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ১০২ জন। যদিও এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মৃত্যু হয়েছে ৪জনের। অন্যদিকে কনটেনমেন্ট জোন ভেঙ্গে যে সমস্ত মানুষরা আইন ভেঙ্গে চলাচল করছে তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পুরসভা।
জলপাইগুড়ি শহরে গত জুন মাসের মাঝামাঝি সময়ে প্রথম করোনা আক্রান্তের হদিস পাওয়া যায়।সেখান থেকে আজ পর্যন্ত শুধু মাত্র শহরে আক্রান্তের সংখ্যা ১০২ জন হলো। আজ জলপাইগুড়িতে নতুন করে ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। জলপাইগুড়ি শহরের ১২,১৬,ও ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা।আক্রান্ত এলাকাগুলিতে পুরসভার পক্ষথেকে সেনিটাইজ করে কনটেনমেন্ট জোন করে দেওয়া হয়েছে।শহরে বেশ কিছু এলাকায় কনটেনমেন্ট জোন ভেঙ্গে সাধারণ মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে। পুরসভার পক্ষ থেকে যেসব ব্যক্তিরা এই কনটেনমেন্ট জোন ভেঙ্গে চলাচল করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুর কর্তৃপক্ষ।