
নিজস্ব প্রতিবেদন ঃ প্রত্যক্ষ অভিজ্ঞতা জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। এই উদ্দেশ্যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ির শিক্ষক চিত্তরঞ্জন সরকার বাংলাদেশের বিভিন্ন গ্রাম, শহর, স্কুল, বিশ্ববিদ্যালয়, চিড়িয়াখানা , মঠ-মন্দির ও বাজার -ঘাট স্বচক্ষে প্রত্যক্ষ করছেন এই মুহুর্তে । অর্জন করছেন বিভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। গত ২৭শে মে জন পিছু পঞ্চাশ টাকায় টিকিট কেটে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেন তিনি । চিত্তরঞ্জনবাবু জানান,সেই চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির প্রচুর জীব জন্তু, পশুপাখি, কীটপতঙ্গ তো আছেই; সাথে আছে অসংখ্য ছায়া ও ফল দানকারী গাছপালা। প্রকৃতিপ্রেমী ও খাদ্য রসিক মানুষেরা অবশ্যই বিশেষ ভাবে খুশী হবেন এই চিড়িয়াখানায় এসে, কারণ এতে রয়েছে অগুনতি কাঁঠাল গাছ এবং প্রতিটি গাছেই ধরে রয়েছে শত শত জাতীয় ফল, কাঁঠাল। প্রত্যক্ষ করলে চোখ,মন ও জিভের অবশ্যই তৃপ্তি আসবে।
২৮শে মে তিনি পরিদর্শন করেন কেরানীগঞ্জ থানার “পারজোয়ার কেরানীগঞ্জ কালিন্দী উচ্চ বিদ্যালয়”। চিত্তরঞ্জনবাবুর সঙ্গে তাঁরা কথা বলে মোবাইলের ক্যামেরা বন্দি হন।
২৯শে মে ঢাকার বুড়িগঙ্গা নদী নৌকায় পার হয়ে উপস্থিত হন “সদর ঘাট ফেরি স্টেশন ” । অসংখ্য নৌকা, স্পিট বোট, স্টিমার ও লঞ্চে ভর্তি এই ঘাট। বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এই ঐতিহাসিক স্থানটি না দেখলে একজন পর্যটকের বাংলাদেশ পরিদর্শন অসম্পূর্ণ থেকে যাবে। নিজে চোখে দেখে আপ্লুত হলেন শিলিগুড়ির শিক্ষক চিত্তরঞ্জন সরকার। তাঁর ভাষায়,” It is beyond of description” ।
শিক্ষা জগতের মানুষ হিসেবে ঘুরে দেখেন ঢাকা শহরের “জগন্নাথ বিশ্ববিদ্যালয় Jagannath University” চত্বর। দোতলা গাড়িতে চেপে ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীগণ এই স্বনামধন্য প্রতিষ্ঠানে যাতায়াত করেন। প্রত্যেকটি অভিজ্ঞতাই মনোমুগ্ধকর ও চিরস্মরনীয় বলে বাংলাদেশ ভ্রমনরত শিক্ষক চিত্তরঞ্জন সরকার জানিয়েছেন খবরের ঘন্টাকে
