নিজস্ব প্রতিবেদন ঃ পুজোয় ব্যবহৃত ফুল-বেলপাতা আর ফেলতে হবে না জঞ্জালে। এই ফুল ও বেলপাতা সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তা সার উৎপাদনের কাজে লাগাবে পুরসভা। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে এই প্রথম পুজোর ব্যবহৃত ফুল-বেলপাতা সংগ্রহের গাড়ি পরিষেবার সূচনা হলো। এদিন এই গাড়ির সূচনা করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আপাতত ১৫ নম্বর ওয়ার্ড থেকে এই প্রকল্পের সূচনা করা হলো,তা সফল হলে আগামী দিনে শিলিগুড়ির সমস্ত ওয়ার্ডেই এই পরিষেবা চালু করা হবে।