পাখি গণনার উদ্যোগ বন দপ্তরের

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি এলাকায় পাখি গণনার উদ্যোগ গ্রহণ করল বনদপ্তর। সোমবার ফুলবাড়ী এবং পোড়াঝাড় সংলগ্ন এলাকায় বাগডোগরা বনদপ্তর একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এই পাখি গণনার কর্মসূচি গ্রহণ করেছিল। বন বিভাগের বিভিন্ন আধিকারিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এদিন ওই এলাকায় থাকা বিভিন্ন পরিযায়ী পাখিদের সংখ্যা এবং প্রজাতি গণনার কাজ শুরু করেছে। অন্যান্য বছর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীনভাবে ওই এলাকায় গিয়ে পাখি গণনার কাজ করত। তবে এ বছর বনদপ্তর সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে এসে এই গণনার কাজ শুরু করেছে। মূলত চোরাশিকার ঠেকানো এবং পরিযায়ী পাখিদের আগমন যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বনদপ্তর এর তরফে জানানো হয়েছে।