নিজস্ব প্রতিবেদনঃ ব্রিসক এডুকেয়ার এন্ড কালচার এবং উবাচের ব্যবস্থাপনায় শিলিগুড়ি আশ্রমপাড়ার স্বামীজি ক্লাবে রবিবার শেষ হল আধুনিক হাট রুপং দেহি। হস্ত শিল্প, সংস্কৃতির প্রসার এবং মহিলাদের স্বনির্ভর করার ভাবনাতেই রকমারী পসরা নিয়ে এই আধুনিক হাট। পরিচালনায় পারমিতা দাশগুপ্ত এন্ড টিম। শনিবার স্বামীজি ক্লাবে শুরু হওয়া ওই হাটে ছিল ত্রিশটি টেবিল আর তাতে প্রায় চল্লিশ জন মহিলা তাদের পসরা নিয়ে উপস্থিত হন। শাড়ি, জামাকাপড় থেকে শান্তিনিকেতনের বিশেষ কিছু সামগ্রী, নলেন গুড়ের চকোলেট, কেক প্রভৃতি ছাড়াও মহিলাদের হাতে তৈরি আরও অনেক সামগ্রী ছিল এবারের হাটে।
তবে একথা অবশ্যই উল্লেখ করতে হয় যে করোনা লকডাউন পর্বে মহিলাদের স্বনির্ভরতার জন্য এক ব্যতিক্রমী প্রয়াস চালিয়ে যাচ্ছেন বাচিক শিল্পী পারমিতা দাশগুপ্ত। প্রথমে হায়দরপাড়া শ্রী মা ভবনে, তারপর হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবে এরপর স্বামীজি ক্লাবে বসল এই হাট। শহুরে জীবনে অভ্যস্ত আজকের প্রজন্ম অনেকেই হাট শব্দটি ভুলে গিয়েছে। সেদিক থেকেও আধুনিক এই হাট অন্যরকমভাবে দাগ কাটছে। পারমিতাদেবী জানিয়েছেন, এরপর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে এবং সরস্বতী পুজোকে সামনে রেখে তাদের হাট বসবে। তারপর চৈত্র মাসে। ক্রমশই এই হাটের জনপ্রিয়তা বাড়ছে। হাটে সুস্বাদু সব খাবারও পাওয়া যাচ্ছে। হাটের এই ভাবনাকে আরও সফল করে তুলতে দিনরাত পরিশ্রম করে চলেছেন পারমিতাদেবী। আগামীতে ভাওয়াইয়া, লোক গান নিয়েও তিনি কিছু করতে চান। তবে এরজন্য তাঁর চাই স্পনসরশিপ। শনিবার আশ্রমপাড়ার স্বামীজি ক্লাবে অনুষ্ঠিত ওই হাটে শিল্পীদের নিয়ে অনুষ্ঠানও হয়।