নিজস্ব প্রতিবেদন :দক্ষিন দিনাজপুর জেলার
চকবলিরামে জন্ম নিল চেতনা নাট্য দল। মঞ্চস্থ করবে ‘পেলে শিক্ষা নিলে যত্ন ‘ বুধবার চকবলিরাম গ্রামে নতুনভাবে জন্ম নিল চেতনা নাট্য দল। অধিকাংশ সদস্যাই সেখানে মেয়ে। নাট্যকার,নির্দেশক তুহিন শুভ্র মণ্ডলের হাত ধরে তার দেওয়া নামেই শুরু হলো নতুন পর্ব। প্রথম দিনের সভাতেই সিদ্ধান্ত নেওয়া হল তুহিনবাবুর লেখা ‘পেলে শিক্ষা নিলে যত্ন’ মঞ্চস্থ করবে লাভলি,ফরিদা, সঞ্চিতারা।কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে মহড়া।
অনেক দিন আগে তপন ব্লকের চকবলিরাম গ্রামে গ্রামীন পরিবেশে নাট্যচর্চা হতো। এই প্রসঙ্গে স্থানীয় মিজানুর রহমান, শাহবুদ্দিন সরকাররা জানান ‘ অনেক দিন আগে আমরা কোনওরকমে নাটক মঞ্চস্থ করতাম। তুহিনবাবুর জন্য আবার এটা শুরু হলো। একটা নাট্যদলও তৈরি হল। প্রথম নাটকে গ্রামের মেয়েরাই অভিনয় করবে।
এই উদ্যোগ নিয়ে তুহিন শুভ্র মণ্ডল বলেন ‘ আজ প্রথম সভায় উপস্থিত থেকে সিদ্ধান্ত নেওয়া হল। নারী শিক্ষা,বাল্য বিবাহ, পণ প্রথা, কাজের জন্য মেয়েদের ভিন রাজ্যে নিয়ে যাওয়া, নারী পাচার ইত্যাদি বিষয় নিয়ে আমার লেখা নাটক ‘পেলে শিক্ষা নিলে যত্ন ‘ নাটক মঞ্চস্থ করবে ওরা। নিজেদের চেতনার উন্মেষ ঘটিয়ে সমাজের চেতনার জাগরণ ঘটাতেই এমন ভাবনা। নতুন নাট্যদলের নামকরণ তাই চেতনা রাখা হল।’
চকবলিরাম গ্রামে এমন একটা উদ্যোগে খুশি চেতনার সদস্যা মেয়েরা। একযোগে তারা নতুন স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে তাদের চেতনা সমৃদ্ধ নাটক নানান দিকে ছড়িয়ে দেওয়ার।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ