নিজস্ব প্রতিবেদন ঃ রাস্তায় পড়ে থাকা ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের চুল দাড়ি কেটে ভাত খাইয়ে স্নান করিয়ে কখনো তিনি হাসপাতালে পৌঁছে দিচ্ছেন, আবার কখনো সেই মানসিক ভারসাম্যহীনকে আদর যত্ন করে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। এভাবেই শিলিগুড়ি আসরফ নগরের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মোক্তার রীতিমত ব্যতিক্রমী নজির সৃষ্টি করছেন। বৃহস্পতিবার সুকান্তপল্লী বলাকা মোড় থেকে তিনি খবর পান, একজন যুবক সাত দিন ধরে এলাকায় অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পূজাদেবী বলাকা মোড়ে গিয়ে সেই যুবককে চুল দাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেই যুবকের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার রাতেই আবার শিলিগুড়ি জেলা হাসপাতাল ও ভেনাস মোড়ের কাছে বয়স্ক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বিভিন্ন লোকজনকে পাথর ছুঁড়ছিল। প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায় সেই ব্যক্তি ছোটাছুটি করছিল। খবর পেয়ে পূজাদেবী সেই ব্যক্তিকে যত্ন নিয়ে হাসপাতাল চত্বরে ঘুম পাড়িয়ে আসেন। আবার শুক্রবার এনজেপি ভবেশ মোড়ের কাছে এক যুবক অস্বাভাবিক আচরণ করছিল। খবর পেয়ে পূজাদেবী সেখানে পৌঁছে সেই যুবককে স্নান করিয়ে ভাত খাইয়ে বাড়ি খুঁজে তার বাড়িতে পৌঁছে দেন। মানসিক সমস্যা থাকায় সেই যুবক তার বাড়ির ঠিকানা বলতে পারছিল না। কিন্তু পূজাদেবীর প্রচেষ্টায় তার বাড়ি খুঁজে পাওয়া যায় এবং পূজাদেবী তাকে তার বাড়ির লোকজনের কাছে পৌঁছে দেন। এভাবেই শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় পুলিশ মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে পূজাদেবী এক অন্যরকম শ্রদ্ধার নাম হয়ে উঠছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-