নিজস্ব প্রতিবেদনঃ চোখের জটিল রোগে ভুগছেন পদ্মশ্রী করিমূল হক। আর সেই রোগের চিকিৎসার জন্য দরকার তিনটি ইঞ্জেকশন। এরমধ্যে বুধবার শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট একটি ইঞ্জেকশনের ব্যবস্থা করে দেয় বিনামূল্যে।
এদিন হিমালয়ান আই ইন্সটিটিউটের চীফ এক্সিকিউটিভ কমলেশ গুহ এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী জানিয়েছেন, তাদের চক্ষু চিকিৎসক ডাঃ সঙ্গীতা গোস্বামী পদ্মশ্রীর চোখে ইঞ্জেকশন প্রদান করেন। আগামী দুমাসে পদ্মশ্রীকে আরও দুটি ইঞ্জেকশন দিতে হবে। সেই সব ইঞ্জেকশন না দেওয়া হলে পদ্মশ্রী চোখের দৃষ্টি শক্তি হারাতে পারেন।
এদিন খবরের ঘন্টার তরফে বিষয়টি নিয়ে মানবিক কারনে সকলকে এগিয়ে আসার আবেদন জানানো হয়। যদিও চোখের জটিল রোগের পরও পদ্মশ্রী করিমুল হক তাঁর মানবিক সেবামূলক কাজ অব্যাহত রেখেছেন।
চোখের জটিল রোগে ভুগছেন পদ্মশ্রী করিমুল হক। এই মুহূর্তে তাঁর চোখে ইঞ্জেকশন দেওয়া হল শিলিগুড়ির দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটে।দরকার আরও দুটি ইঞ্জেকশন। সকলের মানবিক সাহায্য দরকার—
Posted by Khabarer Ghanta on Tuesday, September 29, 2020