জন্মদিনে গাছের চারা বিতরণ স্কুল ছাত্রের

নিজস্ব প্রতিবেদন ঃ জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্য কোনো বিশেষ দিনে আজকাল মানুষের মধ্যে একপ্রকার সেবামূলক কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। সমাজের জন্য এ এক শুভ দিক।এমনই এক ইতিবাচক ভাবনার কাজ করলো শিলিগুড়ি জ্যোতিনগরের স্কুল ছাত্র অভ্রনীল দাস। ডনবস্কো স্কুলে নবম শ্রেণিতে পড়ে অভ্রনীল। ১৫তম জন্মদিনে ৫০ জন সহপাঠী এবং দশজন শিক্ষকশিক্ষিকা মিলিয়ে মোট ষাটজনের মধ্যে গাছের চারা বিলি করলো অভ্রনীল। সোমবার ২৯ আগস্ট ছিলো তাঁর জন্মদিন। ওর মা বুদ্ধ ভারতী হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষিকা অন্তরা দাস জানিয়েছেন, চকোলেটের পরিবর্তে এবার গাছের চারা বিতরণ করা হয়েছে। আসলে সকলের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ।বিশ্ব জুড়ে যেভাবে গরম বাড়ছে তারজন্য সর্বত্র বৃক্ষরোপন জরুরি হয়ে পড়েছে।