![IMG_20220830_095630](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220830_095630-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ১৬৯৬ সালে ফরাসিরা দখল করেছিল চন্দননগর। ভারত স্বাধীন হওয়ার চার বছর পর ১৯৫১ সালে ফরাসিরা চন্দননগরকে হস্তান্তর করে ভারত সরকারের কাছে। এই ঐতিহাসিক চন্দননগরেই ১৯২৩ সালে ফরাসি সরকারের তত্বাবধানে দুর্গা পুজো হয়েছিল। সেই দুর্গা পুজোর থিমই এবার ফুটে উঠবে শিলিগুড়ি আশ্রমপাড়ার জেটিএস ক্লাবের পুজোতে। সোমবার ক্লাবের তরফে বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় ওই খবর জানিয়েছেন।
শিলিগুড়ি আশ্রমপাড়ার জেটিএস ক্লাবের দুর্গা পুজোর খুঁটি পুজো হলো সোমবার। শিলিগুড়ির পুরনো ঐতিহ্যমন্ডিত দুর্গা পুজোগুলোর মধ্যে অন্যতম হলো জেটিএসের পুজো। সোমবার শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে ক্লাবের কর্মকর্তা প্রানতোষ সাহা,বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের পুজো দর্শনার্থীদের মধ্যে এই পুজো দর্শনের জন্য বাড়তি উন্মাদনা তৈরি হয়।এখানকার আলোকসজ্জা সকলের মধ্যে বাড়তি দাগ কাটে।পুজোর মাধ্যমে অনেক সামজিক কাজও করে এই ক্লাব।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)