শিলিগুড়ি সংঘশ্রী এবং স্বস্তিকা যুবক সংঘের খুঁটি পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ এগিয়ে আসছে পুজো।করোনা বিধি মেনে বিভিন্ন পুজো উদ্যোক্তাও শুরু করে দিয়েছে পুজো প্রস্তুতি। সোমবার শিলিগুড়ি সুভাষ পল্লীর সংঘশ্রী ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল ক্লাব সদস্যদের উপস্থিতিতে।এবার সেই ক্লাবের পুজো ৫৫ তম বর্ষে পদার্পন করছে। শিলিগুড়ির সেরা পুজো গুলোর মধ্যে অন্যতম এই ক্লাবের পুজো।
অপরদিকে শিলিগুড়ি মহানন্দা পাড়ার স্বস্তিকা যুবক সংঘ ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এদিন। শিলিগুড়ির সেরা পুজোগুলোর তালিকায় রয়েছে এই ক্লাবের নামও।এদিন সেখানে খুঁটি পুজোর শুভ সূচনা অনুষ্ঠান হয় পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে।করোনা বিধি মেনেই এই ক্লাবের পুজো প্রস্তুতি শুরু হয়েছে।