এবার শুরু রেলের স্টিম জঙ্গল টি সাফারি

নিজস্ব প্রতিবেদন ঃ চালু হলো রেলের স্টিম জঙ্গল টি সাফারি।পর্যটক শিল্পকে উজ্জাবিত করতে রেলের একের পর এক পদক্ষেপ। ইতিমধ্যে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন তারপর ডুয়ার্স সফরে ভিস্টা ডোমের পর চালু হলো স্টিম ইঞ্জিন দিয়ে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত তিন ঘন্টা কুড়ি মিনিটের এই যাত্রা। মূলত সেই সমস্ত পর্যটকদের কথা মাথায় রেখে যারা দার্জিলিং পর্যন্ত যেতে পারবেন না সময়ের অভাবে । তিন ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে শিলিগুড়ি থেকে রংটং হয়ে ফের শিলিগুড়ি জংশনে ফিরবেন পর্যটকরা। এই সম্পূর্ণ সফরে সুসজ্জিত কামরায় বসে পাহাড়-জঙ্গল চা বাগানকে উপভোগ করতে পারবেন পর্যটকরা তার সাথে মিলবে রেলের অত্যাধুনিক পরিষেবাও।