নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৩০ জুলাইঃ বুধবারের তুলনায় বৃহস্পতিবার শিলিগুড়িতে অনেকটাই কম ছিলো করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল যে সংখ্যাটা ৬৯ ছিল, বৃহস্পতিবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩৮ এ। মৃত্যু সংখ্যাও অনেকটাই কম ছিল এদিন। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে এদিন মৃত্যু হয়েছে মাত্র ২ জনের। এরমধ্যে ১ জন শিলিগুড়ির শিতলাপাড়ার বাসিন্দা সনকা সরকার। এদিন সকালে তার মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিকু বিভাগে। দ্বিতীয় জনের মৃত্যু হয়েছে শিলিগুড়ির দিশান কোভিড হাসপাতালে। এই ব্যক্তি আলিপুরদুয়ারের বাসিন্দা শৈবাল দাস।
এদিন শিলিগুড়ি পুর এলাকায় নতুন করে করোনার সংক্রমণ ধরে পড়েছে ৩৮ জনের শরীরে। শিলিগুড়ি পুরসভার ২,৩,৬,৯,২০,২২,২৩,২৭,৩১,৩৫,৩৭,৪০, ৪২,৪৪, ৪৬,৪৭ নম্বর ওয়ার্ডে করোনায় সংক্রমনের খবর মিলেছে। এছাড়া বাগডোগরা এলাকায় ১ জন ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। জেলার পার্বত্য এলাকার কার্শিয়াং মহকুমাতেও ৯ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এদিন জেলার বিভিন্ন কোভিড হাসপাতাল থেকে ৩০ জন করোনা রোগী সুস্থ হয়েও বাড়ি ফিরেছেন।