নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :একজন সাংবাদিকের সামাজিক দায়বদ্ধতা যে শুধু খবর করাই নয় তা আবারও প্রমান করলেন আলিপুরদুয়ারের এক সাংবাদিক। করোনা আক্রান্ত হয়েও তিনি বিন্দুমাত্র ভয় পাননি, পিছিয়ে যান নি সামাজিক দায়িত্ব পালন করতে। সামাজিক দায়িত্ববোধ থেকে নিজে কোভিড পজিটিভ হয়েও ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে করোনা হাসপাতালে থাকা আক্রান্তদের মানসিক শক্তি জোগানোর কাজ করে চলেছেন আলিপুরদুয়ারের এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক।
গত ২১শে জুলাই অন্য আরো সহকর্মীদের সাথে লালারস দিয়েছিলেন পরীক্ষার জন্য। ২৫জুলাই সন্ধেবেলা রিপোর্ট আসে পজিটিভ। অন্য এক সহকর্মী সহ তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেফ হোমে। কিন্তু পরদিন তার শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাৎক্ষণাৎ তাকে স্থানান্তর করা হয় তপশিখাতা কোভিড হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। নিজে চিকিৎসাধীন থেকেও বাকিদের মনের জোর বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার এই উদ্দোগ্যে খুশি সাংবাদিক মহল।