নাগরাকাটায় লালঝামেলাবাসীদের কাছে এখন ঝামেলার নদী কুর্তি!!

নিজস্ব প্রতিবেদন ঃ ক্রমাগত বর্ষনের জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী এখন ফুঁসছে। ভুটান সীমানা ঘেঁষে বয়ে চলা কুর্তি নদী এখন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের লাল ঝামেলা বস্তিতে বহু মানুষের ভয়ের কারণ। নদী যেন লাল ঝামেলাবাসীদের কাছে এখন যত ঝামেলার কারন। বর্ষায় ক্রমশ ভাঙছে নদীর পাড়। অনেকের বাড়িতে জল প্রবেশ করেছে, অনেকের রাতের ঘুম উবে গিয়েছে নদী কখন ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা দিবস শর্মা, অস্তি ওরাও, অতুলরা বলেন,তাঁরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করছেন ওই নদীকে শাসন করার জন্য। তাদের কাছে এখন করোনার চেয়ে বেশি ভয়ের কারন নদীর ভাঙন।টানা বর্ষনের জেরে ডুয়ার্সের এই নদী ছাড়া অন্য নদীগুলোতেও এখন জলস্তর বেড়েছে।