পাহাড়ি গ্রাম লেপচাখায় শুরু অতিরিক্ত ক্লাস রুম

নিজস্ব প্রতিবেদন ঃ পাহাড়ি গ্রাম লেপচাখায় শুরু অতিরিক্ত ক্লাস রুম।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ ফুট উচ্চতায় ডুয়ার্সের কালচিনি ব্লকের পাহাড়ি গ্রাম লেপচাখাতে শনিবার এডিশনাল ক্লাসরুমের উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা এবং কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। এছাড়াও এদিন লেপচাখাতে ‘পালকি এম্বুলেন্সও’ দেওয়া হয়। এরপর জেলা শাসক ও বিডিও বক্সায় কমিউনিটি হলেরও উদ্বোধন করেন। সবশেষে বক্সার জেলখানা যা পুনঃনির্মাণ করা হচ্ছে তাও ঘুরে দেখেন তাঁরা।
এদিনের কর্মসূচি নিয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, তাঁরা বক্সা পাহাড়ের প্রতিটি গ্রামে পালকি এম্বুলেন্স দেওয়ার কথা বলেছিলেন, সেই অনুযায়ী এদিন লেপচাখাতে একটি পালকি এম্বুলেন্স দেওয়া হয়।এরপর একে একে বক্সা পাহাড়ের বাকি গ্রামেও তা দেওয়া হবে। এছাড়াও এদিন লেপচাগাঁও এফভি প্রাথমিক বিদ্যালয়ে এডিশনাল ক্লাসের উদ্বোধন করা হয়। যাকে পরবর্তীতে স্মার্ট ক্লাসেও পরিণত করা হবে।’ অন্যদিকে বক্সা ফোর্ট বিষয়ে জেলা শাসক জানান, ‘ফোর্টের প্রথম পর্যায়ের কাজ শেষ, এখন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।প্ৰথম পর্যায়ের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এছাড়া তাঁরা বক্সার সাধারণ মানুষের কাছে অনুরোধ করছেন যে, তাদের কাছে যদি বক্সার কোনো ঐতিহাসিক জিনিস থেকে থাকে, তারা যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ।’