বনবাসী কল্যান আশ্রমের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ বীরাঙ্গনা রানী মা গাইদিনল্যুর জন্মদিবসকে স্মরন করে রবিবার শিলিগুড়ি শহর লাগোয়া শালবাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বনবাসী কল্যান আশ্রমের উত্তরবঙ্গ শাখা।সেখানে এ-উপলক্ষ্যে এদিন সকালে এক শোভাযাত্রা বের হয়। সেখানে আয়োজিত বিরাট জনজাতি সম্মেলনে শিলিগুড়ি বি এড কলেজের এসোসিয়েটেড প্রফেসর ডঃ নীতা মিত্র ছাড়াও শশি আগরওয়ালা, ববিতা আগরওয়ালা, ভিখি প্রসাদ, মুন্না ছেত্রী সহ আরও অনেকে অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন। শোভাযাত্রা শেষে বনবাসী নৃত্য এবং বিহু নৃত্যও হয়। বিভিন্ন শিল্পীকে সেখানে সন্মানিত করা হয়।