মেয়েদের সুরক্ষার জন্য পেপার স্প্রে মালবাজারে

নিজস্ব প্রতিবেদনঃবিটিয়া শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার অর্থাৎ ৩০শে জানুয়ারি ২০২১ ডুয়ার্সের মাল শহরের সাহা প্যালেস ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ৩০ জন মেয়েকে সুরক্ষার জন্য পেপার স্প্রে দেওয়া হয়। অনুষ্ঠানে জুনিয়র ব্ল্যাক বেল্ট অংশু মির্ধা ও কোভিড যোদ্ধা ইন্দ্রানী বাগচীকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি কলেজের অধ্যাপিকা ড প্রিয়দর্শিনী ঘোষ, মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সুবীর দাস,কার্গিল যুদ্ধের প্রাক্তন সেনা কর্মী রঘুবীর টোপ্পো, সমাজ কর্মী স্বামী বিজয় পুরী মহারাজ, সহ সংস্থার কর্মকর্তারা।