নিজস্ব প্রতিবেদনঃ এইচ আই ভি আক্রান্ত পরিবার এবং প্রান্তিক শিশুদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন। সংস্থার প্রকল্প অধিকর্তা ব্যতিক্রমী সমাজসেবামূলক কাজে একটি উল্লেখযোগ্য নাম। প্রতিবছর তাঁরা এইচ আই ভি আক্রান্তদের অচ্ছুৎ মনে না করে পিকনিকের আয়োজন করেন। তার সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারও তা হল। শনিবার বাগডোগরায় সেবায়ন ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানটি হয়।
সমাজসেবী তরুন মাইতি বলেন, এইচ আই ভি আক্রান্ত এবং প্রান্তিকরা যাতে নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন মনে না করেন সেজন্য এই প্রয়াস। সবার সঙ্গে একসঙ্গে খাওয়াদাওয়া এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়। বিভিন্ন রকম খেলা ছিল এদিন। অনুষ্ঠানে উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক খোকন সাহা এবং খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশও ছিল। প্রতিভাবান পুতুল শিল্পী রামপ্রসাদ ব্যানার্জী সেখানে হাস্য কৌতুক মেলে ধরেন।