নকশালবাড়িতে সাহিত্য, সংস্কৃতি ও বই প্রকাশ অনুষ্ঠান ঘিরে উৎসাহ

নিজস্ব প্রতিবেদনঃ গত ২৬ শে ডিসেম্বর সোমবার নকশালবাড়ি রথখোলায় সাহিত্য,সংস্কৃতি ও বই প্রকাশ অনুষ্ঠান হলো।সেখানে লেখক ও শিক্ষক
শুভজিৎ বোস এর “স্বপ্ন বারুদ মাখে” কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।তার সঙ্গে আরেকটি নিবন্ধ সংকলন “সময় কথা বলে” প্রকাশিত হয় । শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি রথখোলার শিবাজী সংঘের মন্দির সভা মঞ্চে অনুষ্ঠানটি হয়েছে । এরকম সাহিত্য,সংস্কৃতি ও বই প্রকাশ অনুষ্ঠান নকশালবাড়িতে এই প্রথম ।অনুষ্ঠানে ইসলামপুর,শিলিগুড়ি,শিবমন্দির,বাগডোগরা,গোসাইপুর থেকে কবি,সাহিত্যিক,প্রাবন্ধিক, লেখক,সাংবাদিক,সম্পাদক,শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন ।উপস্থিত ছিলেন নকশালবাড়ির প্রাক্তন শিক্ষক শিক্ষারত্ন প্রাপ্ত পরিতোষ চাকলাদার।শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক প্রহ্লাদ বিশ্বাসও সেখানে উপস্থিত ছিলেন ।এছাড়া বিভিন্ন শিল্পী উপস্থিত ছিলেন ।কবি ও লেখকদের মধ্যে ছিলেন মনোজ পাইন,লেখক অশেষ কুমার দাস,সজল গুহ,সর্বাশীষ পাল,নৃপেন বর্মন,কণিকা দাস,অতুল চন্দ্র রায় প্রমুখ।শিল্পীদের মধ্যে ঝর্ণা বর্মন,অভিজিৎ বোস।সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী তাপস বৈদ্য।অনুষ্ঠানের আহ্বায়ক ও মূল উদ্যোক্তা ছিলেন শিক্ষক-লেখক-শিল্পী-কবি শুভজিৎ বোস।যুগ্ম আহ্বায়ক শিক্ষক তাপস বৈদ্য ও শিক্ষক অভিজিৎ বোস।উপস্থিত ছিলেন অধ্যাপিকা কৃষ্ণা বর্মন পাল,সুবীর পাল,সৌরভী দে,ধর্মেন্দ্র পাঠক,নরেন্দ্র প্রসাদ,অরুণ কুমার সরকার,সুমন মল্লিক ,সুভান,টুম্পা ঘোষ সহ বহু বিশিষ্ট সুধী জনেরা।