নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার কোচবিহার মদন মোহন কলোনির বাসিন্দা শঙ্কর রায়ের জন্মদিন ছিলো। পেশায় একজন গাড়ি চালক শঙ্কর রায়। কিন্তু গাড়ি চালালে কি হবে,সমাজের জন্য অসামান্য কাজ করে চলেছেন শঙ্কর রায়।জন্মদিনের দিন তিনি পিছিয়ে পড়া বস্তির ছেলেমেয়েদের নিয়ে কোচবিহার রাজবাড়িতে যান।নিজের দুটি গাড়িতে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের চাপিয়ে তিনি সোজা পৌঁছে যান রাজবাড়ি।ওই ছেলেমেয়েদের রাজবাড়ি সব ঘুরিয়ে দেন নিজ উদ্যোগে।তারপর কেক কেটে সকলকে মিস্টি মুখ করান।গাড়ি চালক শঙ্কর রায়ের এই প্রয়াসে খুশি অনেকেই