বিশেষ চাহিদাসম্পন্ন লেখিকা শীলা বিশ্বাসের চিকিৎসার জন্য সহায়তা

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়ার শিবানন্দ বেদান্ত আশ্রমের আবাসিক তথা লেখিকা বিশেষ চাহিদাসম্পন্ন শীলা বিশ্বাসের চিকিৎসার জন্য এগিয়ে এলেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। রবিবার তিনি ওই আশ্রমে গিয়ে শীলাদেবীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। তার সঙ্গে তিনি সেখানে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করেন। ডাক্তার পাল সেই আশ্রমে একটি গ্লুকোমিটারও দান করেন। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ এই শিবির ছাড়াও শীলাদেবীর চিকিৎসার জন্য সহায়তা করেন।

গত রবিবার শীলাদেবীর অসুস্থতার খবর খবরের ঘন্টার ফেসবুক পেজ, গ্রুপে প্রকাশিত হয়। সাহায্যের আবেদন জানিয়ে খবরের ঘন্টার ওয়েবনিউজ পোর্টালেও সংবাদ প্রকাশিত হয়। সেই সময় মানবিক আবেদনও জানানো হয়। শিলিগুড়ি হায়দরপাড়ার সঙ্গীত শিল্পী শিল্পী পালিত এবং তাঁর স্বামী কাঞ্চন পালিত শীলাদেবীর চিকিৎসার জন্য দুহাজার টাকা অর্থ সাহায্য করেছেন। শিলিগুড়ি মহানন্দা পাড়ার গৃহবধূ কবিতা বনিক শীলাদেবীর চিকিৎসার জন্য এক হাজার টাকা অর্থ সাহায্য করেছেন। এদিন সাহিত্য অঙ্গন থেকে লেখক বিবেক কবিরাজ সহ আরও অনেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ বলেছেন, শীলাদেবী একজন সুলেখিকা। তার দুটি বইও প্রকাশিত হয়েছে। তাঁরা ধারাবাহিকভাবে শীলাদেবীর পাশে থাকছেন। শীলাদেবীর চিকিৎসার জন্য আরও সহযোগিতা প্রয়োজন বলে সজলবাবু সকলের কাছে আবেদন জানাচ্ছেন।