নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঃমাটি শিল্পীদের পাশে দাঁড়াতে শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়িতে এবার মাটির হাঁড়িতেই কালি পুজোর প্রসাদ বিলি করা হবে সাত নভেম্বর সকাল থেকে। কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, ১১ ক্যুইন্টাল খিচুড়ি আর ১৫ ক্যুইন্টাল সব্জি বিলি করা হবে। এই প্রসাদ বিলির জন্য তারা সাত হাজার মাটির হাঁড়ি কিনে আনছেন। এর মাধ্যমে মৃৎ শিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশও রক্ষা করা হবে। এতদিন তারা ফয়েল পেপারে প্রসাদ বিলি করতেন।এবারে শুধু কালি পুজোর প্রসাদ বিলি নয়, অন্যসময়ও মাটির হাঁড়িতে প্রসাদ বিলি করবেন বলে স্থির করেছেন।
চারনকবি মুকুন্দ দাস পরাধীন ভারতে শিলিগুড়ি পুরানো বাজার ডি আই ফান্ড হাট এলাকায় এই কালি বাড়ি তৈরিতে অগ্রনী ভূমিকা নেন। চারন গানের মাধ্যমে চাঁদা তুলে তিনি এই কালিবাড়ির তৈরিতে প্রয়াস নেন।এমনকি বর্তমানে যে মা আনন্দময়ীর কালি বিগ্রহ সে বিগ্রহও কাশি থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন চারনকবি।সেই বিগ্রহ কালি মূর্তির পুজো এবারে ৯২ বছরে পা দিচ্ছে।ছয় নভেম্বর রাত দশটা থেকে পুজো শুরু হবে। কোনও পশু বলি এখন আর সেখানে হয় না। তার পরিবর্তে আখ, চালকুমড়ো বলি হয়। পুজো শুরু হওয়ার আগের দিন পাঁচ তারিখ বিকেল চারটে থেকে মহিলাদের মধ্যে শাড়ি বিতরন করবে কালিবাড়ি কমিটি। আর এবারই প্রথম তিন নভেম্বর বিকালে কালি বাড়ি চত্বরে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এই কালি বাড়িতে দেবী মা খুব জাগ্রত বলে ভক্তরা বিশ্বাস করেন।