শিলিগুড়ি গার্লস হাইস্কুলে চক্ষু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি গার্লস হাইস্কুলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেনীর ৭২ জন ছাত্রীর চোখের সমস্যা ধরা পড়লো। এই ৭২ জনের মধ্যে বৃহস্পতিবার ৬৭ জনের চোখ পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ স্নেহা বাত্রা। তারমধ্যে ৬৪ জনের চোখের সমস্যা গুরুতর। শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটে সেই সব ছাত্রীর চোখের আরও বিশদে পরীক্ষা হবে বিনামূল্যে। প্রসঙ্গত শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা তথা সমাজসেবী বিদ্যাবতী আগরওয়ালা বিভিন্ন স্বেচ্ছাসেবীকে নিয়ে বিগত কিছু দিন ধরে ওই স্কুলের ৬০০ জন ছাত্রীর চোখ স্ক্রিনিং করেন।এরমধ্যে ৭২ জনের চোখের সমস্যা ধরা পড়ে। দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট থেকে বৃহস্পতিবার ডাঃ স্নেহা বাত্রা টিম নিয়ে ওই স্কুলে চোখ পরীক্ষা করেন। এ বিষয়ে অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়ালা, দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের তরফে কমলেশ গুহ এবং চক্ষু বিশেষজ্ঞ ডাঃ স্নেহা বাত্রা জানান তাদের রিপোর্ট। মোবাইল ব্যবহারের জেরে কিভাবে চোখের সমস্যা বাড়ছে সেদিকটিও মেলে ধরেন তাঁরা।