![IMG_20220729_102653](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220729_102653-678x381.jpg)
- নিজস্ব প্রতিবেদন ঃ জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতেছে চুমকি প্রধান। ও দ্বাদশ শ্রেণিতে পড়ে। কিন্তু আর্থিক দিক থেকে অনগ্রসর হওয়ায় পাঠ্যবই কিনতে পারছিল না। শিলিগুড়ি জেলা ক্রীড়া সংস্থার তরফে সমাজসেবী মদন ভট্টাচার্য বৃহস্পতিবার চুমকিকে সব বই খাতা কলম উপহার দিয়েছে। শিলিগুড়ি বানীমন্দির রেলওয়ে হাইস্কুলের শিক্ষক সুদীপ্ত কুমার জানা চুমকিকে সহযোগিতার জন্য আবেদন করেছিলেন মদনবাবুর কাছে ।