৭৫তম বর্ষে জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়

  • নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ির ঐতিহ্য‌বাহী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ৭৫ তম বর্ষে পদার্পণ করলো। বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫ তম বর্ষ উৎসবের সূচনা হয় । এদিন স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা‌ও বের করা হয়।*
    ১৯৪৮ সালের পথচলা শুরু হয়েছিল জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের। পরে সেই বিদ্যালয় সরকারি বিদ্যালয়ের স্বীকৃতি পায়। বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নিবেদিতা সাহা জানিয়েছেন , বিদ্যালয়ের ৭৫ বছর পদার্পণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হতে চলেছে । এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে। বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এদিন। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেয় অনুষ্ঠানে। ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে সারা বছর ধরেই বিদ্যালয়ে নানা অনুষ্ঠান হবে।