নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ সভ্যতার বিকাশ ঘটাতে হলে পুরুষের যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন নারীর। বরঞ্চ নারীর গুরুত্ব সভ্যতার বিকাশে বেশি করে প্রয়োজন।কিন্ত একদল পিশাচ এই বিজ্ঞান না বুঝে নানাভাবে নারী শক্তির ওপর অত্যাচার শুরু করেছে।নারী ধর্ষনতো আছেই তার সঙ্গে আছে কন্যা ভ্রুন হত্যা। কন্যা ভ্রুন হত্যার মাধ্যমে আমরা আমাদের সভ্যতার ধ্বংস ডেকে আনছি দ্রুত। তাই খবরের ঘন্টার প্রয়াসে কন্যা ভ্রুন হত্যার বিরুদ্ধে সঙ্গীত লেখা হয়েছে সামাজিক সচেতনতার অঙ্গ হিসাবে। সে গানে সুর তৈরি করে তা গেয়েছেন বীণাপাণি শিল্পী। যন্ত্র সঙ্গীতে কি বোর্ড বাজিয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। অডিও এডিটিংয়ে দেবাশিস এবং ভিডিও এডিটিংয়ে বিকি সাহা। চলুন শুনে নিই সে গান।