![IMG_20220629_094602](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220629_094602-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ অর্থ অনেকেরই রয়েছে। কিন্তু সে অর্থের সদ ব্যবহার অনেক মানুষের অজানা।আবার অনেক মানুষ অর্থকে সৎ উদ্দেশ্যে খরচ করেন। ফলে সেই সব মানুষের অর্থ রোজগারও হয়ে ওঠে অর্থবহ।মালদা নিবাসী উৎপল গুহ বিশ্বাস এমন একটি সৎকাজ করলেন মঙ্গলবার। এদিন তিনি তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে পদ্মশ্রী করিমূল হকের মানব সেবা সদন হাসপাতালে ইসিজি মেশিন, নেবুলাইজার সহ প্রাথমিক চিকিৎসার বিভিন্ন সামগ্রী দান করেন।
এর পাশাপাশি তিনি এদিন পদ্মশ্রীর মানব সেবা সদন হাসপাতালে শুরু হওয়া এক নার্সিং প্রশিক্ষণ শিবিরের জন্যও সহায়তা করেন।জলপাইগুড়ির দিশারী নার্সিং সেন্টার বিনামূল্যে ওই নার্সিং প্রশিক্ষণ শিবির শুরু করেছে বলে শান্তনু শর্মা জানিয়েছেন।
পদ্মশ্রী করিমূল হক বলেন, নার্সিং প্রশিক্ষণ শিবির তিন মাস ধরে চলবে বিনামূল্যে। মোট সত্তর জন গ্রামের মেয়ে সেখানে প্রশিক্ষণ পাচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মালদা নিবাসী উৎপল গুহ বিশ্বাসের কাজের প্রতি এদিন কৃতজ্ঞতা জানান পদ্মশ্রী। এদিন পদ্মশ্রীর গ্রামে বহু মানুষকে পেট পুড়ে খাওয়ানোর উদ্যোগও নেন উৎপলবাবু
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)