পরিবেশকে রক্ষা করুন, করোনা লকডাউনে নতুন উপলব্ধি প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা লকডাউনের ফলে বাড়ি বসে হতাশ না হয়ে সৃজনমূলক কাজ করার মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিস্কার করা যায়। শিলিগুড়ি শিবমন্দিরের প্রিয়াঙ্কা ভট্টাচার্য অন্তত তেমনই এক উদাহরণ। গতবছর টানা লকডাউনের সময় নয়ডার একাকী ফ্ল্যাটে বন্দি থেকে প্রিয়াঙ্কা বহু ছবি এঁকেছেন,লিখেছেন বহু কবিতাও।আবার এই সময়েই পরিবেশসচেতনতার ভাবনায় প্রিয়াঙ্কা শুরু করেছেন নতুন এক ব্যবসাও।প্লাস্টিক বন্ধ করার বার্তা নিয়ে প্রিয়াঙ্কা বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রীর বিপণন শুরু করেছেন। বাঁশ ছাড়া অন্যান্য পরিবেশবান্ধব সামগ্রীর প্রচারও শুরু করেছেন তিনি।নয়ডা থেকে শিলিগুড়ি শিবমন্দিরের বাড়িতে ফিরে প্রিয়াঙ্কা এখন সৃজনমূলক বিভিন্ন কাজের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন প্রচারে মেতেছেন। ওর বাবা বিশ্বজিৎ ভট্টাচার্য ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন আর মা পম্পা ভট্টাচার্য গৃহবধূ। বুধবারই প্রয়াস ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার শুভ সূচনার মাধ্যমে প্রিয়াঙ্কা পরিবেশ রক্ষার জন্য জঞ্জাল পরিস্কারের কাজে নামবে।তার পাশাপাশি আর্থিকভাবে অনগ্রসর মানুষদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ প্রিয়াঙ্কার এই ভাবনাকে তারিফ করেছেন। প্রিয়াঙ্কা বলেছেন, ইতিবাচক ভাবনা নিয়েই আমাদের এখন সবসময় লড়াই চালাতে হবে।আর সকলকে প্লাস্টিকের মতো ভয়াবহ জিনিস বর্জন করে পরিবেশকে সুন্দর করার কাজে নামতে হবে।নয়ডার জে আই আই টি থেকে বায়ো টেকনোলজিতে বি টেক পাশ করেছেন প্রিয়াঙ্কা। লক্ষ্নৌয়ের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটে গবেষক হিসাবেও কাজ করেছেন তিনি। আর কাজের ফাঁকে থিয়েটারের প্রতিও আকর্ষণ তাঁর তীব্র হয়ে ওঠে।দিল্লির আসমিতা থিয়েটারেও বহু নাটকে অভিনয়ের কাজ করেছেন প্রিয়াঙ্কা।