আলিপুরদুয়ারের জটেশ্বরে বাড়ি বাড়ি পানীয় জল

নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করলো আলিপুরদুয়ার জেলার জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের গোটা এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানান জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল। এই প্রকল্পের আওতায় গোটা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিদিন সকাল দুপুর বিকেল এই তিন বেলা জল সরবরাহ করা হবে বলে জানান জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল।প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার জন্য মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান প্রধান সমরেশ পাল।এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে এই বিষয়ে তিনি আলোচনা করেন বলেও জানা গিয়েছে ।ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় আসা পরিবারগুলো ভীষণ খুশি।