নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গ মেডিকেলের ডেন্টাল কলেজের একটি বিল্ডিং-এ ৫০ বেডের সারি ওয়ার্ড চালু করা হচ্ছে। ১ লা জুলাই, ডাঃবিধান চন্দ্র রায়ের জন্মদিন থেকেই এই ওয়ার্ড চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল সুপার কৌশিক সমাজদার।
উপসর্গ নিয়ে মেডিকেলে আসা রোগীদের এই ওয়ার্ডে প্রথমে রাখা হবে। এরপর তার স্যোয়াব টেস্টের পর, রিপোর্ট কোভিড নেগেটিভ এলে সেই রোগীকে মেডিকেলের নির্দিষ্ট ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে। স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ এলে রোগীকে কোভিড হাসপাতালে ভর্তি করা হবে।
এদিকে শিলিগুড়ি সংলগ্ন কোভিড হাসপাতাল চ্যাং সুপারস্পেশালিটিতে বর্তমানে ৭৭ জন রোগীর চিকিৎসা চলছে। অন্যদিকে, কোভিড হাসপাতাল ডিসানে ৩৫ জন রোগী ভর্তি রয়েছেন।