দোলযাত্রায় অন্যরকম ইতিবাচক সৌজন্যতার রং শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ রাজনীতির খেলার মাঠে এবং ভোট প্রচারের টানাটানিতে তাঁদের মধ্যে সবসময় মতপার্থক্য এবং তীব্র বিষেদগার চলে। কে জিতবে খেলা হবের এই ভোটে তার প্রতিযোগিতা সবসময় চলছে। কিন্তু পবিত্র দোল পূর্নিমার বসন্ত উৎসবে কিন্তু তাঁরা একে অপরকে আবীর মাখিয়ে হাসি মুখে দোল খেললেন। সরিয়ে রাখলেন রাজনৈতিক সব বিরোধ। রবিবার দোলযাত্রার শিলিগুড়ি বসুন্ধরাতে এই অন্যরকম ইতিবাচক রাজনৈতিক ভাবনার ছবি ক্যামেরাবন্দি হল। শিলিগুড়ি বিধানসভা আসনের তৃনমুল কংগ্রেস প্রার্থী অধ্যাপক ডঃ ওমপ্রকাশ মিশ্র এবং বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর ঘোষের এই ছবি ক্যামেরাবন্দি হয়েছে। তৃনমুল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র বিজেপির জেলা সভাপতি প্রবীন আগরওয়ালার সঙ্গে পরিচয় সেরে হ্যান্ডশেকও করলেন। আর দুই বিপরীত মেরুর ওই দুই রাজনৈতিক দলের এই মেলামেশা দোলের উৎসবে কিছুটা সময় হলেও নির্ভেজাল পরিবেশের জন্ম দেয়। সেখানে উপস্থিত অন্য সাধারণ মানুষরা অনেকে বলতে থাকেন, রাজনীতির পরিবেশ যদি এরকম ইতিবাচক, নির্ভেজাল থাকতো সবসময় তবে দেশের মানুষ কতই না আনন্দ পেতেন!! বসুন্ধরায় এদিন ডাবগ্রাম ফুলবাড়ির তৃনমুল প্রার্থী তথা মন্ত্রী গৌতম দেবকে রং তুলি নিয়ে ছবি আঁকতে দেখা যায়। গৌতমবাবু এদিন শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বসন্ত উৎসবে রবীন্দ্র সঙ্গীতও পরিবেশন করেন। আবার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং নির্দল প্রার্থী নান্টু পালকে এদিন সকালে শিলিগুড়ি সূর্যসেন পার্কের কাছে পৌষ মেলার বসন্ত উৎসবে পরস্পরকে আবীর মাখাতে দেখা যায়।